মনের বাড়ি
অামার কবিতা
'মনের বাড়ি
তোমার কি খুব মন খারাপ
মনের কি খুব অসুখ
ডাক্তার মশাইয়ের আজ যে ছুটি
মনের সাথে কার এতো লুটোপুটি
মন যদি চায় ছুটে যেতে পাহাড় কিংবা বনে
মনের সাথে করো না তো আড়ি
তাকে যেতে দাও তার গহিন দেশে
যেথায় সে গড়তে চায় বাড়ি
যেথায় আছে মনের মানুষ যেথায় আছে প্রাণ
মন যদি যেতে চায় সেথায়
মনকে মুক্তি করো দান।
https://web.facebook.com/mohammad.almukit
'মনের বাড়ি
তোমার কি খুব মন খারাপ
মনের কি খুব অসুখ
ডাক্তার মশাইয়ের আজ যে ছুটি
মনের সাথে কার এতো লুটোপুটি
মন যদি চায় ছুটে যেতে পাহাড় কিংবা বনে
মনের সাথে করো না তো আড়ি
তাকে যেতে দাও তার গহিন দেশে
যেথায় সে গড়তে চায় বাড়ি
যেথায় আছে মনের মানুষ যেথায় আছে প্রাণ
মন যদি যেতে চায় সেথায়
মনকে মুক্তি করো দান।
https://web.facebook.com/mohammad.almukit
No comments