পুলিশ পারেনা এমন কিছুই নেই।
১ বছরের বেশি সময়ের পর ভোলার বাপ্তা ইউনিয়েন আলোচিত ডাবল মার্ডার এর প্রধান
আসামী মামুন পাবনা থেকে পিবিআই এর একটি স্পেশাল টিম তাকে গ্রেফতার করে। ডাবল মার্ডার ঘটনা নিয়ে চ্যানেল ২৪ স্পেশাল রিপোর্ট প্রচার করে থাকে।
আমরা আশা করি অপরাধী যে হউক না কেন এক দিন তাকে ধরা পরতে হবে।পুলিশ বাহীনির এই অপরাধীকে গ্রেফতার করায় অবশেষে নিহতদের পরিবার কিছুটা শান্তি ফিরে এসেছে। পাশাপাশি পুলিশের উপর মানুষের আবার আস্থা ফিরে আসবে । এবার আদালতে সর্বচ্চো রায়ের অপেক্ষায়।
https://web.facebook.com/topu.talukder
আমরা আশা করি অপরাধী যে হউক না কেন এক দিন তাকে ধরা পরতে হবে।পুলিশ বাহীনির এই অপরাধীকে গ্রেফতার করায় অবশেষে নিহতদের পরিবার কিছুটা শান্তি ফিরে এসেছে। পাশাপাশি পুলিশের উপর মানুষের আবার আস্থা ফিরে আসবে । এবার আদালতে সর্বচ্চো রায়ের অপেক্ষায়।
https://web.facebook.com/topu.talukder

No comments