Header Ads

Header ADS

গল্পটা তোমার আমার

গল্পটা তোমার আমার মানুষেই জানবে একদিন আগে ও পরে ।কষ্টটা তোমার মত আমিও পেয়েছি বলার ভাসা হারিয়ে ফেলিয়েছি ।জনম জনমের অবেলা আমি ।আমি প্রজম্মের কালি দিয়ে লেখাটা শেষ করতে চেয়েছি । আর এখোনো রাতে বসে লেখাটা শেষ করতে চাই ।আমি সেই আল মুকিত গল্প বলার চালবাজ তোমার এখোনো সেটাই মনে হয় । এতটা গল্পের কষ্ট কাউকে দিওনা যে কষ্টকে হার মানাতে পারে
https://web.facebook.com/OBELA-259306608263087/notifications/

।আমিও চেষ্টা করি সেই লেখাটি লিখতে যে লেখাটি তুমি অতি সহজে লেখতে পারছো । আমার আজ একটি গান খোবই মনে পরে । তুমি জত থাক দুরে মনের বসত একই ঘরে ।গানটা তোমার গলায় ভালো সুনাতো পারলে কাউকে এই গানটি আমার মত কাউকে সুনায় । মরমো জেন বোজতে পারে । সেস সিমানার গল্পে জেন আমি বেচে থাকি ।নেই সময় নেই বেলা তাই আমি অবেলা মুকিত ।

1 comment:

Powered by Blogger.