Header Ads

Header ADS

হয়তবা একদিন আমার এমন হতে পারে ।

বিচারহীনতার এই দেশে রাস্তায় কাউকে কুপিয়ে
রক্তাক্ত করে হত্যা করার দৃশ্য চোখের সামনে দেখেও
যখন সাধারন মানুষ এগিয়ে আসেনা- তখন এই দেশেও বেশিদূর এগিয়ে যাবেনা।
সাধারন মানুষ ক্যান এগিয়ে আসেনা- রক্তাক্ত হওয়ার ভয়ে? মৃত্যুর ভয়ে? পরিবারের ভবিষ্যত অনিশ্চিয়তার ভয়ে?
হ্যা, ওরা এই ভয়টাই দেখতে চায়।





হয়তবা একদিন আমার এমন হতে পারে
কেউ আমাকে বাচাতে আসবেনা 
বাংলাদেশের সিনেমাতে এমন শুটিং দেখা জায়
 কিন্তু এতো রক্ত তারা দেখাতে পারে না যা আমরা এই খুনের ভিডিও তে দেখলাম
এই খুনিদের দিষ্টান্ত শাস্তি জেন দেয় আইন
আমাদের এই দেশটা কথায় গিয়ে দারাবে
আর এর শেষ কি
 আমরা সরকারের কাছে এর বিচার চাই
  

No comments

Powered by Blogger.